ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ বিদ্রোহী নিহত

ঢাকা: পাকিস্তান সীমান্তের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে  ভারতের সেনাবাহিনী।

গ্রামের জঙ্গলে বিদ্রোহীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও পুলিশ সদস্যের একটি যৌথবাহিনী সোমবার রাতে হান্দ্বরা অঞ্চলে শ্রীনগর শহরের ৯০ কিলোমিটার দূরে ওই জঙ্গলে অভিযান চালায় বলে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নিতিন নারহার জোশি।



তিনি বলেন, উভয় পক্ষের কয়েকঘণ্টা গোলাগুলিতে মঙ্গলবার ভোরের দিকে তিন বিদ্রোহী নিহত হয়।

তবে গোলাগুলিতে যৌথবাহিনীর কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

এ ঘটনার ব্যাপারে ওই অঞ্চলের কোনো বিদ্রোহী দলই এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

এর আগে সোমবার বিতর্কিত হিমালয়া অঞ্চলে শ্রীনগরের পাশে একটি ব্যস্ত বাজারে বিদ্রোহীদের হামলায় এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে নিহত হন। পুলিশের দুই সদস্যসহ আহত হন তিনজন।

কাশ্মীরের স্বাধীনতার জন্য ১৯৮৯ সাল থেকে যুদ্ধ করে যাচ্ছে বিদ্রোহীরা। এ যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে। এদের মধ্যে দু’বারই যুদ্ধ হয়েছে কাশ্মীরের জন্য। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।