ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকজুড়ে হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৩
ইরাকজুড়ে হামলায় নিহত ১৮

ঢাকা: ইরাকজুড়ে জঙ্গি হামলায় অন্তত ১৮জন নিহত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট নিহতের সংখ্যা ৬ হাজার ২ শ জনে গিয়ে ঠেকল।



মঙ্গলবার দেশটির রাজধানী বাগদাদ ও এর উত্তর-পশ্চিমাঞ্চলের সুন্নি অধ্যুষিত শহরগুলোতে গুলিবর্ষণ ও বোমা হামলায় এ নিহতের ঘটনা ঘটে। পশ্চিম বাগদাদের সুন্নি অধ্যুষিত শহর আবু গারিব, ফাল্লুজাহ, মসুল ও তারমিয়াহয় গুলিবর্ষণ ও বোমা হামলা করে জঙ্গিগোষ্ঠী।

তারমিয়াহ শহরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। যখন লোকজন ঘটনা জানতে সেখানে জড়ো হন তখন দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলায় সাতজন নিহত ও ১৫জন আহত হন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইরাকের অন্যান্য বিভিন্ন স্থানে সহিংসতায় আরও ১১জন নিহত হয়েছেন।

বায়ায় একটি গাড়িবোমা হামলায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আবু গারিব ও ফাল্লুজায় হামলায় তিনজন নিহত হয়েছেন। আর মসুল ও বাকুবায় বোমা হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ সুন্নি সম্প্রদায়কে শান্ত করতে কিছু পদক্ষেপ নিয়েছে। কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। আল-কায়েদা বিরোধী শাহওয়া যোদ্ধাদের বেতন বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, আল-কায়েদা সংযুক্ত জঙ্গিগোষ্ঠী ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের সমর্থক বলে পরিচিত স্থানীয় সুন্নি সম্প্রদায়ের ওপর প্রায়ই এ ধরনের হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।