ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গ্লোডেন গ্লোবের মনোনয়নে ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, ডিসেম্বর ১৩, ২০১৩
গ্লোডেন গ্লোবের মনোনয়নে ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র

ঢাকা: চলচ্চিত্র আর টেলিভিশন নাটকের অন্যতম মর্যাদার পুরস্কার গ্লোডেন গ্লোবের ২০১৪ সালের পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা প্রকাশ করেছে।

মনোনয়ন তালিকায় একাধিক বিভাগে স্থান পেয়েছে ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত দুটি চলচ্চিত্র।

সেরা তারকা বিভাগে মনোনয়ন পেয়েছে ম্যান্ডেলার নাম চরিত্রে অভিনয়কারী দুই অভিনেতা।

‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’-এ অভিনয়ের জন্য ইদ্রিস এলবা ও  ‘টুয়েলফ ইয়ারস অ্যা স্লেভ’-এ অভিনয়ের জন্য শিওয়েটেল এজিফোর মনোনয়ন পেয়েছেন। তারা দুজনই ব্রিটিশ।

সেরা ড্রামা বিভাগে ক্যাপ্টেন ফিলিপস, গ্রাভিটি, ফিলোমেনা, রুশ এর সঙ্গে স্টিফ ম্যাককুইন্সের ‘টুয়েলফ ইয়ারস অ্যা স্লেভ’ও মনোনয়ন তালিকায় রয়েছে।

আরও একটি শাখা মনোয়নন পেয়েছে টুয়েলফ ইয়ারস অ্যা স্লেভ। এ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ সহ-অভিনেতা ও শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর হিসেবে গ্লোডেন গ্লোব মনোনয়ন তালিকায় নামি লিখিয়েছেন যথাক্রমে  মাইকেল ফ্যাসনডের ও লুপিতা এনইয়ং’ও।

চলচ্চিত্র আর টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে ‍উৎসাহ এবং ভালো কাজের প্রশংসা করার উদ্দেশ্যে ১৯৪৪ সালে প্রবর্তন করা হয় গ্লোডেন গ্লোব পুরস্কার। ২০১৪ সালে ৭১তম পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।