ঢাকা: ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি করতে সম্মতি জানালেও নতুন করে আন্দোলনে নেমেছেন বিক্ষোভকারীরা। ভেঙে দেওয়া ব্যারিকেড পুনরায় তৈরি করে রাজধানী কিয়েভে অবস্থান নিয়েছেন ইইউপন্থিরা।
গত মাসে ইইউয়ের সঙ্গে শেষ সময়ে চুক্তি না করায় সমালোচনায় পড়ে ইউক্রেন সরকার। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা, শুরু হয় আন্দোলন।
ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার সেরহি আরবজোভ বলেছেন, ব্রাসেলসে ‘খুব শিগগির চুক্তি সই করবে‘ ইউক্রেন। বৃহস্পতিবার তার এ মন্তব্যকে সরকারের আগের অবস্থান থেকে ইউ-টার্ন হিসেবে দেখা হচ্ছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্যই ইইউ এর সঙ্গে চুক্তিতে জড়ায়নি রুশপন্থি ইউক্রেন সরকার।
আরবুজো ইইউ কমিশনার স্টেফেন ফুয়েলের সঙ্গে বৈঠক করেছেন। আরবুজোভ বলেছেন, স্টেফেন ফুয়েলে তাকে জানিয়েছেন, কিয়েভ চুক্তিতে সই করলে ইইউ আরও অর্থনৈতিক সহায়তা দেবে।
তবে কবে নাগাদ চুক্তিতে সই করবে ইউক্রেন –সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন জানান, প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচ চুক্তিতে সই করার আগ্রহ প্রকাশ করেছেন তার কাছে।
এদিকে বৃহস্পতিবার কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে নতুন করে বিক্ষোভকারী যে বড় বড় ব্যারিকেড দিয়েছে তা অতীত রেকর্ডকে হার মানিয়েছে বলে জানিয়েছেন বিবিসির কিয়েভ করেসপন্ডেন্ট।
স্কয়ার ফাঁকা করতে কর্তৃপক্ষের চেষ্টায় বাধা দিতেই ধাতব পাইপ ও বালুর বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দেশ ও দেশের বাইরে সমালোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর