ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে ফুপাকে ফাঁসিতে ঝুলালো কিম-জং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
দুর্নীতির দায়ে ফুপাকে ফাঁসিতে ঝুলালো কিম-জং ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ফুপাকে ‘ফাঁসিতে ঝুলিয়ে মারা’ হয়েছে। দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

চলতি সপ্তাহের শুরুতে নাটকীয়ভাবে কমিউনিস্ট পার্টির একটি সভা থেকে প্রহরী টেনে হেঁচড়ে বের করে দেওয়া হয় চেং সং-তায়েককে। চেং সং-তায়েকের বিরুদ্ধে বিদ্রোহী দল গঠন, দুর্নীতি ও নারীসঙ্গ ও মাদক গ্রহণসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।

দুই বছর আগে বাবার মৃত্যুর পর রাষ্ট্রের  দায়িত্বভার নেওয়ার পর কিমের জন্য এটি ছিল বড় ধরনের সিদ্ধান্ত।

কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার সামরিক আদালতে বিচার হওয়ার পর তাৎক্ষণিকভাবে চেংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা। আদালতে তাকে ‘বিশ্বাসঘাতক’ এবং সরকারকে উৎখাতের অভিসন্ধি করার অভিযোগ রয়েছে। সামরিক আদালতে সরকারকে উৎখাতের চেষ্টা চালানোর বিষয়টি স্বীকার করেছে চেং সং।

‘কুকুরের চেয়েও খারাপ’ হিসেবে চেং সং-তায়েককে অভিহিত করেছে কেসিএনএ।

কিম জং-উনের বড় ফুপুর স্বামী চেং সং ক্ষমতাসীন দল ও সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় প্রতিরক্ষা কমিশনের ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত ছিলেন।

২০১১ সালে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর কিম জং-উনের পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তাকে সব ধরনের সরকারি পদ ও দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা/আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।