ঢাকা: বিশ্বব্যাপী কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আমেরিকার বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ২০১৪ সালে ১১ হাজার কর্মী নেবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পাঁচ হাজার এবং বাকি ছয় হাজার এশিয়া থেকে নেওয়া হবে।
তবে এশিয়ার কোন কোন দেশ থেকে এ কর্মী নেওয়া হবে সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু বলা হয়নি। পাশাপাশি এশিয়ায় নতুন দুটি প্ল্যান্ট চালুর পরকিল্পনার কথাও জানিয়েছে ফোর্ড।
ফোর্ডের কর্মী নিয়োগের এ সিদ্ধান্ত ২০০০ সালের পর সর্বোচ্চ।
এছাড়া আগামী বছর ফোর্ড নতুন ২৩টি মডেলের গাড়ি বাজারে আনবে বলে ঘোষণা দিয়েছে। যা আমেরিকার বৃহৎ এ গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ।
ফোর্ডের আমেরিকার প্রেসিডেন্ট জন হিনরিচ বলেন, বিশ্বব্যাপী যখন চালকবিহীন গাড়ি নির্মাণের গবেষণা চলছে ঠিক সে মুর্হূতে কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর