ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে দ. আফ্রিকাবাসীর প্রতি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে দ. আফ্রিকাবাসীর প্রতি সতর্কতা ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সাধারণ জনগণকে সতর্ক করে দিয়েছে সে দেশের সরকার।

শুক্রবার দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানাতে যারা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন, তারা ছাড়া অতিরিক্ত কেউ যেন আবার নতুন করে লাইনে না দাঁড়ায়।

    

যে মুহূর্তে এ সতর্কতা দেওয়া হয় তখনও দেশজুড়ে ৫০ হাজার মানুষ ম্যান্ডেলাকে দেখতে প্রিটোরিয়ায় আসার জন্য বাসের অপেক্ষা করছিলেন।

সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত এই নেতার মরদেহ প্রিটোরিয়ায় দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাসভবন ‘ইউনিয়ন বিল্ডিং’-এ রাখা হয়েছে।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যান্ডেলা।   গত ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যু ঘটে এই মহান নেতার।

প্রিটোরিয়ায় ম্যান্ডেলাকে শেষ দেখার শেষ দিন ছিল শুক্রবার। প্রথম দিন প্রায় ১৪ হাজার মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। পরিস্থিতি এমন হয়েছে যে, দ্বিতীয় দিন প্রতি তিন সেকেন্ডে দুইজনকে শেষ শ্রদ্ধা জানাতে হয়েছে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা এখনও বাসের জন্য অপেক্ষা করছেন তারা সবাই দেখতে পাবেন এমন নিশ্চয়তা নেই। এখন শুক্রবার যদি নতুন করে আবার লোক আসে তবে শেষ দেখা অসম্ভব হয়ে যাবে। তাই যারা ইউনিয়ন বিল্ডিংয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন না তারা নিজেদের মতো করে প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাবেন।

আগামী রোববার শেষকৃত্যানুষ্ঠান শেষে নিজের পৈতৃক গ্রাম পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের কুনুতে সমাহিত করা হবে ম্যান্ডেলাকে। কুনুতেই বেড়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এই বিস্ময় মানব।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।