ঢাকা: জাপানের পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ৫.৫ মাত্রার এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়েছে।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া না গেলেও রাজধানী টোকিওতে ভবনে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
২০১১ সালের ১১ মে জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলে রিখটার স্কেলে ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর