ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রামের বাড়িতে যাচ্ছে ম্যান্ডেলার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
গ্রামের বাড়িতে যাচ্ছে ম্যান্ডেলার মরদেহ

ঢাকা: নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে তার মরদেহ। জন্মস্থ‍ান কুনুতে দাফন করা হবে ম্যান্ডেলাকে।

রোববার পূর্বপুরুষদের পাশে শায়িত হবেন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ম্যান্ডেলা।   হেলিকপ্টারে করে প্রিটোরিয়া থেকে ম্যান্ডেলার মরদেহবাহী কফিন নেওয়া হচ্ছে কুনুতে।

এর আগে শনিবার প্রেটোরিয়ার একটি বিমান ঘাঁটিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সদস্যরা শেষ বিদায় জানাবেন প্রিয় নেতাকে। ওয়াটার্কলোফ বিমান ঘাঁটির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ এক হাজারের বেশি এএনসি সদস্য যোগ দিচ্ছেন।

৯৫ বছর বয়সী অবিসংবাদিত নেতা ম্যান্ডেলা ৫ ডিসেম্বর পৃথিবী থেকে বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।