ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলোরাডোতে স্কুলে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
কলোরাডোতে স্কুলে গুলি

ঢাকা: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে এক ছাত্রের গুলিতে অপর দুই ছাত্র আহত হয়েছেন। এরপর বন্দুকধারী ছাত্রটি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময় শনিবার রাত দেড়টার দিকে আরাপাহোয়ে স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ এখনও ওই ছাত্রের নাম প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, সে একাই হামলা করেছে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই ছাত্র স্কুলে একটি শটগান নিয়ে আসে। সে বিশেষ এক শিক্ষকের খোঁজ করছিল। তখন দুই সহপাঠীদের সঙ্গে তার দেখা হয়ে গেলে সে তাদের গুলি করে আহত করে।

আরাপাহোয়ে কাউন্টি শেরিফ বলেন, প্রতিশোধ পরায়ণতার ফলেই এ ঘটনা ঘটেছে। মনে হচ্ছে, সে (বন্দুকধারী ছাত্র) যে শিক্ষককে খুঁজেছে, সে শিক্ষকের সঙ্গে তার কোনো ব্যাপারে মতানৈক্য হয়েছিল। সে ওই শিক্ষকের ওপর ক্ষুদ্ধ ছিল।

স্কুলের ভেতরে দুটি পেট্রলবোমাও খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্কুলে প্রায়ই এ ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটে। ১৯৯৯ সালের এপ্রিল মাসে আরাপাহোয়ে স্কুল থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত কলাম্বাইন হাই স্কুলে এক গুলিবর্ষণের ঘটনায় স্কুলটির ১৪ শিক্ষার্থী নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।