ঢাকা: দক্ষিণ সুদানের রাজধানী জুবার অদূরে সেনাসদরদপ্তরের কাছে ব্যাপক গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ গুলিবিনিময়ের আওয়াজ শোনা যায়।
সেনাঅভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন বলে সোমবার দেশটির প্রেসিডেন্ট সালভা খির দাবি করার পর এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায়ও ভারি অস্ত্রের বিক্ষিপ্ত গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে। তবে সেখানে ঠিক কাদের মধ্যে এ সংঘর্ষ চলছে এ ব্যাপারে কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি।
সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট খির দাবি করেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুসারী সেনারা অভ্যুত্থানের চেষ্টা করলে সেটা নস্যাৎ করে দেওয়া হয়।
প্রেসিডেন্ট জানান, রোববার বিকেলে কতিপয় হামলাকারী দক্ষিণ সুদানি সেনা সদরদপ্তরে আক্রমণ করলে দেশপ্রেমী সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এরপর সোমবার পর্যন্ত সে সংঘর্ষ অব্যাহত থাকে।
তবে, বিকেলে সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে প্রেসিডেন্ট খির দাবি করেন, দেশপ্রেমী সেনাবাহিনী অভ্যুত্থান চেষ্টা প্রতিহত করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর