ঢাকা: পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের এক কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ২১ শ্রমিক নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় সময় রাত একটায় বাইয়ানগৌ কয়লাখনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা শিনহুয়া।
শিনহুয়ার প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের সময় খনির মধ্যে ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ১২ জন
সরে যেতে পারলেও ২২ জন শ্রমিক খনিতে আটকা পড়ে যান। আটকা পড়ে যাওয়াদের মধ্যে মাত্র একজন শেষ পর্যন্ত বেঁচে ছিলেন।
চীনে প্রায়ই কয়লাখনিতে দুর্ঘটনা ঘটে থাকে। কয়লার প্রচুর চাহিদা থাকায় অনেক ক্ষেত্রে কয়লা উত্তোলনকারী মালিক পক্ষ নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কয়লা উত্তোলন করে।
গত বছর দেশটিতে কয়লাখনিতে পৃথক দুর্ঘটনায় মোট ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন।
সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে গত বছর দেশটির প্রাদেশিক কর্মকর্তারা দেশজুড়ে ৬০০টি ছোট কয়লাখনি বন্ধ করে দেয়। তারপরেও এ বছর বড় খনিগুলোতে দুর্ঘটনা ঘটেছে।
এ বছরের মে মাসে সিচুয়ান ও গুইঝৌ প্রদেশে দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ৫০ জন শ্রমিক নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর