ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মহিষের শিংয়ে ধরাশায়ী সিংহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ডিসেম্বর ১৪, ২০১৩
মহিষের শিংয়ে ধরাশায়ী সিংহ



সিংহ সুযোগ বুঝে তার শিকার করে। হরিণ পাল বা মহিষের পালে হামলা সচরাচর করে না, হামলে পরে দলছুটদের ওপর।

থাবা দিয়ে একটি ধরতে পারলেই সেদিনটি ওই সিংহের কেটে যায় নিশ্চিন্তে।

কিন্তু এই ছবির সিংহ বেচারার শুরুটা ভালো হলেও শেষটি শুভকর ছিল না। বেচারা সিংহকে প্রাণ বাঁচানোর জন্য ভাগতে হয়েছে। একের পর এক মহিষের শিংয়ের আঘাতে ফুটবলের মতো শূন্যে উড়তে হয়েছে সিংহটিকে।



একা একা হাঁটছে একটি মহিষ। বয়সও তেমন বেশি নয়। শারীরিকভাবে শক্তিশালীও নয়। সুযোগ বুঝে তার ওপর হামলে পড়ে দুটি সিংহ।

পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে মহিষটি। কিন্তু তা ব্যর্থ হয়। সিংহের খাবার হতে যাওয়া মহিষটির চিৎকার শুনে পাশে থাকা অন্য দুটি মহিষ আসে।



হামলার শিকার মহিষটিকে সেসময় একটি সিংহ মেরে ফেলার চেষ্টা চালাচ্ছিল। অন্য সিংহটি মহিষের হামলা খাওয়ার আগেই স্থান থেকে সটকে পড়ে।



নিজের সঙ্গীকে সহায়তার জন্য আসা দুই মহিষের একটি সিংহটিকে শায়েস্তা করলেন ভালোভাবেই। বাঁকানো দুই শিং দিয়ে বেশ কয়েকবার সিংহটিকে শূন্যে তুলে আছড়ালো। অবশেষে পালিয়ে বাঁচলো সিংহটি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।