ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ বাসভূমে ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
নিজ বাসভূমে ম্যান্ডেলা

ঢাকা: বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মরদেহ কুনু গ্রামে পৌছেছে। পূর্বপুরুষদের জন্মভূমি এই কুনু গ্রামেই ম্যান্ডেলাকে সমাহিত করা হবে।



যে পথ দিয়ে ম্যান্ডেলার মরদেহ নিয়ে যাওয়া হয় সেপথে স্থানীয় জনগণ বিশাল মানববন্ধন তৈরি করে রেখেছে। উদ্দেশ্যে নিজ গ্রামের এই বৈশ্বিক নেতাকে শেষ শ্রদ্ধা জানানো।

এদিকে প্রিটোরিয়ায় গত তিনদিনে ম্যান্ডেলার মরদেহের প্রতি লক্ষাধিক মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। দূর দূরান্ত
থেকে শুধুমাত্র তাদের প্রিয় নেতাকে একপলক দেখার জন্য ছুটে এসেছেন অনেকেই।

গত ৫ ডিসেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। আগামীকাল রোববার তার শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সি-১৩০ নামে একটি সামরিক এয়ারক্রাফটে ম্যান্ডেলার মরদেহ তার গ্রামে পৌছায়। আঞ্চলিক রীতি অনুযায়ী ম্যান্ডেলার নাতি মান্ডলা এই সফরের সঙ্গে ছিলেন।

দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা মোড়ানো ম্যান্ডেলার মরদেহ বিমান থেকে নামানোর পর তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। তারপর গাড়িতে করে ম্যান্ডেলা বাড়ির দিকে যাত্রা শুরু হয়।

এসময় রাস্তায় পাশে থাকা শত শত মানুষ পতাকা উড়িয়ে, গান গেয়ে শোক প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।