ঢাকা: বিশ্ব মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে রোববার তার পৈতৃক সমাধিস্থলে চির সমাহিত করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ ক্যাপের কুনু গ্রামের শৈশবের স্মৃতিবিজড়িত এলাকায় পারিবারিক সমাধিস্থলে চির সমাহিত হবেন ম্যান্ডেলা।
ম্যান্ডেলার এই শেষকৃত্যে উপস্থিত থাকছেন মানবাধিকার আন্দোলনের আরেক অবিসংবাদিত নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটুসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা।
রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান হলেও কুনু গ্রামটি অপেক্ষাকৃত দুর্গম এলাকা হওয়ায় সেখানে বিশেষ বিশেষ অতিথি ও স্বজন ছাড়া কাউকে উপস্থিত না থাকার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। তারপরও প্রায় ৫০০০ হাজার অতিথি ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
জানা গেছে, রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপনের পর ম্যান্ডেলার শেষকৃত্যে সম্মান জানাবে তার গর্বিত সম্প্রদায় ‘আবা থেম্বু’।
রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে শেষকৃত্যের পরই পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে ম্যান্ডেলাকে চির সমাহিত করা হবে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব শান্তি আন্দোলনের এ নেতা। গত ১০ ডিসেম্বর জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে তার স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শতাধিক রাষ্ট্র বা সরকার প্রধান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩