ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিরক্ষায় দক্ষিণ সুদানে বাংলাদেশি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
শান্তিরক্ষায় দক্ষিণ সুদানে বাংলাদেশি পুলিশ দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন চত্বরে আশ্রয়প্রার্থীরা, তাদের সেবা দিচ্ছে শান্তিরক্ষীরা

ঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বাংলাদেশের ৭২ পুলিশ কর্মকর্তার একটি দল আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পৌঁছেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে বিমানে করে বাংলাদেশি ৭২ পুলিশ সদস্যের একটি দল শুক্রবার জুবায় পৌঁছেছে।

মঙ্গলবার ‍জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দক্ষিণ সুদানে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি অনুমোদন পায়। বাংলাদেশি পুলিশ দলটিকে অতিরিক্ত সাড়ে ৫ হাজার শান্তিরক্ষী পাঠানোর অংশ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে দক্ষিণ সুদানে পাঠানো হয়েছে ।

সম্প্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সহিংসতা ছড়িয়ে পড়ে দক্ষিণ সুদানে। দেশটির বেসামরিক লোকদের জানমালের নিরাপত্তা দিতে শান্তিরক্ষী দ্বিগুণ করার ঘোষণা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নতুন ঘোষণা অনুযায়ী দক্ষিণ সুদানে জাতিসংঘের সাড়ে ১২ হাজার শান্তিরক্ষী কাজ করবে।

শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশ ও সেনবাহিনীর প্রশংসা করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলেছে, জনগনকে নিয়ন্ত্রণে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশ। তাদেরকে জাতিসংঘের মিশন চত্বরে আশ্রয় নেওয়া লোকদের সহায়তা করার ক্ষেত্রে দ্রত মোতায়েন করা হবে।

এ মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ সুদানে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সহিংসতায় প্রায় ১২শ জন নিহত হয়েছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।