ঢাকা: কায়রোয় পেশাগত দায়িত্ব পালনকালে কাত্তারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৪ সাংবাদিককে আটক করেছে মিশরের নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রায় দু’দশক ধরে রয়টার্স, সিএনএন এবং বিবিসিসহ প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে কাজ করেন আটক হওয়া প্রতিনিধি পিটার। তার মতো অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিককে আটকের ঘটনায় দেশটির সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, গত ৩ জুলাই মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সাংবাদিকদের কাজের অবস্থার মারাত্মক অবনতি হতে থাকে। প্রাণহানির শঙ্কা বাড়তে থাকে চরম আকারে। ইতোমধ্যে বেশ ক’জন সাংবাদিক হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন।
সংবাদ মাধ্যমগুলো বলছে, সম্প্রতি কট্টরপন্থি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের পরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। আর এসব সহিংসতা চলাকালে ব্রাদারহুডের পক্ষে কাজ করার অভিযোগে এই চার সাংবাদিককে আটক করা হয়।
সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সোমবার এক বিবৃতিতে সাংবাদিক আটকের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
নিজ প্রতিষ্ঠানের সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আল জাজিরাও।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর