ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দরিদ্র দেশের অভিবাসীর ওপর নিষেধাজ্ঞার পক্ষে ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
দরিদ্র দেশের অভিবাসীর ওপর নিষেধাজ্ঞার পক্ষে ক্যামেরন

ঢাকা: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দরিদ্র দেশ থেকে ব্রিটেনে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ব্রিটেনের সমপরিমাণ অর্থ রয়েছে কেবল সেসব দেশ থেকে ব্রিটেনে লোক আসতে দেওয়া উচিত।



আগামী বছর বুলগেরিয়া ও রোমানিয়া থেকে বিপুল পরিমাণ অভিবাসী ব্রিটেনে প্রবেশাধিকার দেওয়া উচিত কিনা এমন একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এসময় ৭০জনের বেশি টরি এমপি, সাবেক মন্ত্রী ও নির্বাচন কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

তবে ক্যামেরনের এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। শুক্রবার কমিশন ক্যামেরুনের এমন আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘আইনসম্মত’ নয় বলে উল্লেখ করা হয়।

হাঙ্গারিয়ান ইউরোপীয় কমিশনার লাজেলো আনদোর ক্যামেরনের এই নীতিতে বেশ চটেছেন। তিনি এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর ঐক্যে ফাটল ধরবে বলেও মত দেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।