ঢাকা: সিরিয়ায় আলেপ্পোয় বিমান হামলায় ১৪ শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় এই শহরটি বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত।
আলেপ্পো মিডিয়া সেন্টার (এএমসি) থেকে বলা হয়, বিদ্রোহীর দখলে থাকা ওই এলাকাটিতে রোববার বেশ কয়কটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।
একসময়ের বাণিজ্য নগরী আলেপ্পো গত জুলাইয়ে পর থেকে এই নিয়ে বেশ কয়কবার হামলার শিকার হলো। শহরটি এখন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থক এবং সরকার বিরোধী এই দুইভাগে বিভক্ত।
এএমসি জানায়, সরকারি বাহিনী বিদ্রোহী লক্ষ্য করে প্রায় প্রতিদিনই এখানে হামলা চালায়।
এদিকে আটমাস ধরে বিদ্রোহীদের দখলে থাকা এই অঞ্চলটিতে রোববার সিরিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি খাদ্য ও ওষুধ সরবরাহ করেছে।
২০১১ সালে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত কমপক্ষে এক লক্ষ ২৬ হাজার লোক মারা গেছে। লক্ষ লক্ষ সিরিয়ান নাগরিক তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর