ঢাকা: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থিরা জয় পেয়েছে। আর এর মাধ্যমে মিশেল ব্যাচেলেট দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
৯০ শতাংশ ভোটের মধ্যে বামপন্থি ব্যাচেলেট পেয়েছেন ৬২ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থি জোটের প্রার্থী এভিলিন মাটথেই পেয়েছেন ৩৮ শতাংশ।
২০০৬-২০১০ মেয়াদে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাচেলেট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৬২ বছর বয়সী ব্যাচেলেট বলেন, ‘ফলাফল আর বিজয়ে আমি খুশি। আমি চিলির প্রত্যেক মানুষের প্রেসিডেন্ট হব।
রয়টার্স জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিনিয়ান পিনেরা ফোন করে বিজয় শুভেচ্ছা জানিয়েছেন ব্যাচেলেটকে।
সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আজকে আপনাদের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আমরা যে দেশ গড়েছি তা নিয়ে আমি গর্বিত কিন্তু ভবিষ্যতে যে দেশ গড়বো তা নিয়ে আমি আরও গর্বিত।
জেনারেল অগাস্টো পিনোচেতের ১৯৭৩ থেকে ১৯৯০ সালের শাসনামলের পর প্রথম ব্যক্তি হিসেবে ব্যাচেলেট দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
ব্যাচেলেট সোসালিস্ট পার্টি, ক্রিস্টিয়ান ডেমোক্রেটস ও কমুনিস্ট পার্টি নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় ধনী আর গরিবের বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর