ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
উত্তরকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হুমকি

ঢাকা: উত্তর কোরিয়ার সম্ভাব্য ‘বেপরোয়া উসকানি’ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হায়ে। নিজ ফুপাকে উত্তর কোরীয় নেতা কিম জং-উন ফাঁসি দেওয়ার পরই তিনি এ হুঁশিয়ারি দিলেন।



উত্তর কোরিয়ার সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওপর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পার্ক জিউন-হায়ে।

প্রভাবশালী নেতা চেং সং-তায়েককে ফাঁসি দেওয়ার ঘটনাটি ওই অঞ্চলে ‘ভয়াবহ ও অপ্রত্যাশিত পরিস্থিতির’ জন্ম দিয়েছে বলে দাবি করেছেন পার্ক জিউন।

গত সপ্তাহে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র আর দুর্নীতির অভিযোগে চেং সং-তায়েককে ফাঁসি ঝুলায় উত্তর কোরীয় কর্তৃপক্ষ।


বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।