ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইল’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
ইল’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে উ. কোরিয়া

ঢাকা: প্রয়াত প্রেসিডেন্ট ও দেশের সর্বোচ্চ নেতা কিম জং-ইল’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত ইল’র স্মরণসভায় জড়ো হয়েছেন দেশটির হাজারো কর্মকর্তা।

নিজের বাবা ও প্রয়াত নেতা ইল’র স্মরণসভায় যোগ দেন বর্তমান নেতা কিম জং-উনও।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো স্মরণসভা সরাসরি প্রচার করে।

স্মরণসভায় ইল’র দেখানো পথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়।

স্মরণসভার আগে ইল’র আত্ম‍ার প্রতি শ্রদ্ধা জানায় সেনাবাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রয়াত নেতা কিম জং-ইল’র সমাধিতে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা কিম জং-উন ও তার নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতারা শ্রদ্ধা জানানোর পর সেখানে দেশটির মানুষের ঢল নামে। প্রিয় নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লাখো জনতা।

২০১১ সালে ইল’র মৃত্যুর পর ছেলে কিম জং-উনই যুক্তরাষ্ট্রবিরোধী দেশটির নেতৃত্ব দিচ্ছেন।

শক্তহাতে রাষ্ট্র পরিচালনার প্রমাণ ইতোমধ্যেই তিনি দিয়েছেন। গত সপ্তাহেই দুর্নীতি ও রাষ্ট্র ব্যর্থ করার ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি অভিযোগে ফুপা চ্যাং সং-থায়েককে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেন তিনি।

প্রায় দু’দশকের মতো দূর প্রাচ্যের প্রভাবশালী দেশটির নেতৃত্বে থাকা কিম জং-ইল ২০১১ সালের ১৭ ডিসেম্বর মারা যান।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।