ঢাকা: যুক্তরাষ্ট্রে ভারতের কূটনীতিককে গ্রেফতারের ঘটনায় ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ভারতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা ও বিশেষ সুবিধা প্রত্যাহারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রকে চরম জবাব দিতে ভারত সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। ভারতের রাজনৈতিক তাদের দেশে অবস্থানরত মার্কিন ‘সমকামীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেফতার ঘটনাকে ‘লজ্জাজনক ও বর্বর’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন ভারতের রাজনৈতিক দলগুলো।
সরকারের কেন্দ্রীয়মন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ বলেন, সবারই ওই ঘটনার নিন্দা জানানো উচিত। যুক্তরাষ্ট্র নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত আরও পদক্ষেপ নেওয়া উচিত।
কূটনীতিকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি খুবই শক্তভাবে নেওয়ার আহ্বান জানিয়ে ভারতে অবস্থানরত সমকামীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।
বিজেপির নেতা রবি শঙ্কর প্রসাদ বলেছেন, যেভাবে হাতকড়া পড়ানো হয়েছে, থানায় মাদকাসক্তদের সঙ্গে রাখা হয়েছে এবং তল্লাশি চালানো হয়েছে তা নিন্দনীয় ও দুঃখজনক। আর এটা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী যশবন্ত সিনহা বলেছেন, সমকামীদের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে ভারতে মার্কিন সমকামী কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাল্টা জবাব দেওয়া উচিত সরকারের।
তিনি বলেন, গণমাধ্যমের খববের বলা হচ্ছে, আমরা অনেক সংখ্যক মার্কিন কমপানিয়নস কূটনীতিককে আমরা ভিসা দিয়েছি। কমপানিয়নস বলতে বোঝানো হচ্ছে একই লিঙ্গের সঙ্গী। আর এখন সুপ্রিম কোর্টের রায়ে আমাদের দেশে এটি পুরোপুরি অবৈধ। যুক্তরাষ্ট্রে কম বেতন দেওয়ার মতো এটিও অবৈধ।
জেডি(ইউ) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ভারতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের প্রতি ‘ইট মারলে খেতে হয় পাটকেল’ নীতি প্রয়োগ করতে হবে।
পার্লামেন্টের উচ্চকক্ষে বিষয়টি তুলতে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে চিঠি দিয়েছে জেড (ইউ) নেতা কেসি তিয়াগি।
তিনি বলেছেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রেকে ভারত থেকে শক্ত জবাব দেওয়া উচিত। আমাদের কূটনীতিকদের সঙ্গে এমনটি হলে, ভারতে মার্কিন দূতাবাসের কূটনীতিকদের শরীর তল্লাসি করা উচিত।
বৃহস্পতিবার নিউইয়র্কে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ভারতের ডেপুটি কাউন্সেল জেনারেল দেবযানি খোবরাগেড়কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় মার্কিন পুলিশ।
গৃহপরিচারিকাকে প্রতিশ্রুতি বেতন না দেওয়ার অভিযোগ গ্রেফতারের সময় দেবযানির প্রতি কোনো ধরনের শ্রদ্ধাবোধ দেখানোতো দূরের কথা তার হাতে হাতকড়া পরানো হয় এবং থানায় মাদকাসক্তদের সঙ্গে রাখা হয়। দেবযানির শরীরে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর