ঢাকা: যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি চিকিৎসা কেন্দ্রে ঢুকে একজনকে হত্যা ও দুইজনকে আহত করার পর নিজে আত্মহত্যা করেছে বন্দুকধারী।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার (বাংলাদেশ সময়: বুধবার দিবাগত রাত ৩টা) দিকে নেভাডার রেনো শহরে চিকিৎসা কেন্দ্র সেন্টার ফর অ্যাডভান্সড মেডিসিনে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এ গুলির ঘটনার কোনো কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি।
বন্দুকধারী ও নিহত ওই ব্যক্তিকে এখনও শনাক্ত করা না গেলেও আহতদের শনাক্ত করা গেছে। তাদেরকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক নারী চিকিৎসক রয়েছেন।
কোনো কর্মকর্তা এ গুলির ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছেন রেনোর সহকারী পুলিশ প্রধান টম রবিনসন।
চিকিৎসা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সশস্ত্র কর্মকর্তারা ওই এলাকা ঘিরে রেখেছেন।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানান, ওই বন্দুকধারী হাসপাতালের বিশ্রাম কক্ষে প্রবেশ করে বন্দুক দেখিয়ে সবাইকে বাইরে যেতে বলে। তারপর সে দরজা খুলে ডাক্তার ও নার্সদের কক্ষের দিকে যায়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর