ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫.৪৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
চীনে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৫.৪৮ শতাংশ

ঢাকা: চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে বুধবার দেশটির সরকার থেকে প্রকাশিত এক তথ্যে জানানো হয়।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, আর্থিক খাত বাদে প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) চীনে এফডিআই’র পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার পাঁচশ ৫০ কোটি ডলার।

শুধুমাত্র নভেম্বরে এফডিআই’র পরিমাণ বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ৩৫ শতাংশ। আর্থিক হিসেবে এ পরিমাণ আটশ ৪৮ কোটি ডলার।

বিনিয়োগ বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর। গত বছরের একই সময়ের তুলনায় ইইউ দেশগুলোর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৩৬ শতাংশ বা ছয়শ ৮০ কোটি ডলার। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে একই সময়ে বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে আট দশমিক ছয় শতাংশ বা ত্রিশ কোটি ডলারের কিছু বেশি।

মূলত চীনের বৈদেশিক বিনিয়োগ আসে এশিয়ার ১০টি দেশ থেকে। যার মধ্যে- হংকং, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড ও সিঙ্গাপুর উল্লেখযোগ্য। দেশগুলো এ সময়ে চীনের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে সাত দশমিক ৪৫ শতাংশ। আর্থিক হিসেবে নয় হাজার একশ ৪০ কোটি ডলার।

এদিকে একই সময়ে চীন বাইরের দেশগুলোতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়। বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ৩ শতাংশ বা আট হাজার ২০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।