ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি টিটিপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি টিটিপির

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

বিশ্বস্ত নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নেশনের অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।

 

ওই প্রতিবেদনে দ্য নেশন জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও পেশ করেছে।

এদিকে এ হুমকির পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য নেশন জানিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার কারণে বাংলাদেশ সরকারের ওপর ক্ষিপ্ত টিটিপি। এ কারণেই বাংলাদেশ দূতাবাসে হামলা করতে পারে তারা।

টিটিপির এ হুমকির পরিপ্রেক্ষিতে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, বাংলাদেশ দূতাবাস ছাড়াও বেশ ক’টি গুরুত্বপূর্ণ দেশের দূতাবাস ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে।  

পররাষ্ট্র  মন্ত্রণালয়ের বহি:প্রচার ও অনু বিভাগের মহাপরিচালক শামীম আহসান এ বিষয়ে  জানান, তারা পাকিস্তান সরকারকে বিষয়টি জানিয়েছেন। বাংলাদেশ দূতাবাসে যথাযথ নিরাপত্তার নেওয়ার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর/ রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।