ঢাকা: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৩ সন্দেহভাজন জঙ্গী নিহত হয়েছেন। দেশটির সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে ‘ডন’ অনলাইন এ কথা জানায়।
বৃহস্পতিবার ওয়াজিরিস্তানের খাজুরি চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা কর্মকর্তা জানায়, সন্দেহভাজন জঙ্গীরা নিরাপত্তা বাহিনীর একটি চৌকি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
কয়েকঘণ্টা যাবৎ দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। পরে ঘটনাস্থল থেকে ২৩ জনের লাশ উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।
এই ঘটনার পর ওই এলাকায় নতুন করে অভিযান শুরু হয়েছে পাক নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর