ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সহিংসতায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
ইরাকে সহিংসতায় নিহত ১৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী বাগদাদ ও তার উপকণ্ঠে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।



রাজধানী বাগদাদে একটি তীর্থযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হজরত হোসেন (র.)-এর ৪০ দিনের শোক অনুষ্ঠানের পালনের জন্য আরবাঈন শহর থেকে তীর্থভূমি কারবালার দিকে যাওয়ার পথে দোরা জেলার একটি স্থানে জিরোচ্ছিলেন তীর্থযাত্রীরা। ওই মুহূর্তেই বোমা হামলাটি করা হয়।

ইরাকে প্রায়ই শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের ওপর এ ধরনের হামলা চালায় সুন্নি বিদ্রোহীরা।

এদিকে, বাগদাদের উপকণ্ঠে আবু গারিবে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। নিহত পরিবারের প্রধান ব্যক্তি আল-কায়েদা বিরোধী সাহওয়ার সদস্য ছিলেন।

জাতিসংঘের একটি তথ্যমতে, গত নভেম্বরে ইরাকে সহিংসতায় ৬৫৯ জন নিহত হয়েছেন। আর অক্টোবরে নিহত হয়েছেন ৯৭৯ জন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৭ হাজার ১৫০ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৯৫০ জন সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।