ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেলেঙ্কারির দায় নিয়ে সরে দাঁড়ালেন টোকিও গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
কেলেঙ্কারির দায় নিয়ে সরে দাঁড়ালেন টোকিও গভর্নর

ঢাকা: অর্থ কেলেঙ্কারির দায় স্বীকার করে সরে দাঁড়ালেন জাপানের রাজধানী টোকিও এর গভর্নর নাওকি ইনোজ। নির্বাচনের সময় একটি হাসপাতাল টাইকুনের কাছ থেকে ৫ লক্ষ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে তার ‍বিরুদ্ধে।



মাত্র একবছর আগে দায়িত্ব নেওয়া ইনোজ বৃহস্পতিবার ব্যাপক সমালোচনার মুখে ইস্তফা দেন।

২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিকস আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। তার পদত্যাগের কারণে টোকিও অলিম্পিক আয়োজনে বড় ধরণের ধাক্কা খেলো।

গত নভেম্বর মাসে জাপানি মুদ্রায় ৫০ মিলিয়ন ইয়ান নগদ গ্রহণ করেন তিনি। এই পরিমাণ তিনি ফিক্সড ডিপোজিটে রেখে ব্যক্তিগত লোন বলে সবাইকে জানান। শর্ত ছিল এর মাধ্যমে তিনি ওই হাসপাতাল টাইকুনকে টোকিওতে একটি হাসপাতাল খোলার অনুমতি দিবেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমি টোকিও এর গভর্নরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

টোকিও গভর্নর শহরের সবচেয়ে জ্যেষ্ঠ রাজনীতিক। শহরটিতে প্রায় ৯ মিলিয়ন লোক বাস করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।