ঢাকা: ভাগ্য বটে যুক্তরাষ্ট্রের জেফ্রে গোনানোর (২৫)। প্রায় আট কোটি টাকা মূল্যের পিকাসোর একটি চিত্রকর্ম মাত্র সাড়ে ১০ হাজার টাকায় পেয়ে গেলেন তিনি।
প্যারিসের সোদেবিজে একটি অনলাইন চ্যারিটির র্যাফেল ড্র-এর মাধ্যমে এ চিত্রকর্ম পেলেন তিনি। চ্যারিটি র্যাফেল থেকে সাড়ে ১০ হাজার টাকা দিয়ে একটি টিকিট কিনেছিলেন গোনান। তাতেই ভাগ্য বদলে গেল তার।
লেবাননের প্রাচীন শহর তায়ার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংঘ এই চ্যারিটি র্যাফেল ড্র-এর আয়োজন করে।
গোনানো জানিয়েছেন, তিনি পত্রিকায় নিবন্ধে পড়লেন র্যাফেল ড্র-এর মাধ্যমে চিত্রকর্ম পুরস্কার দেওয়া হবে। তখনই তিনি দেওয়ালে ঝোলানোর জন্য চিত্রকর্মের কথা ভাবেন।
তিনি বলেন, আমি একটি শিল্পকর্ম খুঁজছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা পেয়ে যাব।
বহুমূল্যবান হওয়া সত্ত্বেও অন্তত নিজের কাছে কিছু সময় রাখার আগে এই শিল্পকর্ম বিক্রি করবেন না বলেও জানালেন তিনি।
বুধবার কম্পিউটারে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে গোনানোর টিকিটটির নম্বর ওঠে।
চ্যারিটির আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই র্যাফেলে অংশ নেন। তবে এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকই বেশি ছিলেন।
১৯১৪ সালের এ শিল্পকর্মটি ব্যাংক ঋণের সহায়তায় নিউইয়র্কের একটি প্রদর্শনী ঘর থেকে কিনে নেয় ইউনেস্কো নিবন্ধিত তায়ার সংরক্ষণের আন্তর্জাতিক সংঘ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর