ঢাকা: লন্ডনের জনপ্রিয় অ্যাপোলো থিয়েটার হলের ছাদের অংশ বিশেষ ধসে পড়ে ৭৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে থিয়েটার হলটিতে প্রদর্শনী চলাকালে হঠাৎ এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ারব্রিগেড উদ্ধার অভিযানে নামে। চলে আসে পুলিশ অফিসারসহ অ্যাম্বুলেন্সও। এমার্জেন্সি সার্ভিসও কম সময়ের মধ্যে চলে আসে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি লন্ডন বাস এ সহায়তা দেয়।
ফায়ারব্রিগেড জানায়, দুর্ঘটনার সময় হলটি প্রায় পূর্ণ ছিল। ৭২০ জন প্রদশর্নী দেখছিলেন। আহতদের মধ্যে ৭জনের অবস্থা গুরুতর। সবাইকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় এবং হলটি সিলগালা করা হয়েছে।
কিংসল্যান্ড ফায়ার স্টেশনের ম্যানেজার নিক হারডিং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার চাকরি জীবনে এমন দুর্ঘটনা দেখিনি। ’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইট বার্তায় জানান, তিনি অ্যাপোলোর সর্বশেষ অবস্থা জ্ঞাত আছেন। পাশাপাশি তিনি এমার্জেন্সি সার্ভিসকে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অ্যাপোলো থিয়েটার লন্ডন ওয়েস্ট ইন্ডের ৩১ শ্যাফ্টেসবারি এভিনিউয়ে অবস্থিত।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর