ঢাকা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা বিমানবন্দরে সন্ত্রাসীদের অর্তকিত হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় লাবানগান শহরের মেয়র নিহত হয়েছেন। এ হামলায় নিহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে। হামলায় আরো অন্তত চারজন আহত হয়েছেন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে ম্যানিলা বিমানবন্দরের ম্যানেজার অ্যাঙ্গেল হনরাদো বলেন, ম্যানিলা বিমানবন্দরে তার (মেয়র) পরিবার ও সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের ওপর সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায়। নিহতদের মধ্যে একজন লাবানগান শহরের মেয়র বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে লাবানগানে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেয়র নির্বাচনে রাজনৈতিক বিরোধী প্রার্থী উকল তালুম্পা জয়লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর