ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশে পাঠানো রোবটের সঙ্গে চ্যাট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ডিসেম্বর ২০, ২০১৩
মহাকাশে পাঠানো রোবটের সঙ্গে চ্যাট! ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো কোন নভোচারী পৃথিবীতে বসে মহাকাশে পাঠানো রোবটের সঙ্গে চ্যাট করে ইতিহাস সৃষ্টি করেছেন। আর এর মাধ্যমে মহাকাশ বিজ্ঞান আরও একধাপ এগিয়ে গেলো বলে মনে করেন বিজ্ঞানীরা।



সম্প্রতি জাপানি নভোচারী কোইচি ওয়াকাটা ও মানবাকৃতির রোবট কিরোবোর মধ্যে এই আলাপচারিতা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দীর্ঘক্ষণ তারা ভার্চুয়াল আলাপচারিতায় মেতে ছিলেন।

আলোচনায় একপর্যায়ে মহাকর্ষে নিজের ওজনহীনতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে রোবটটি জানায়, সে নতুন ওই পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তার এখন আর কোন সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।