ঢাকা: শীর্ষস্থানীয় ধনকুবের মিখাইল খোদরকোভস্কিকে ক্ষমা করে এক অধ্যাদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের অধ্যাদেশ জারির পর শুক্রবার সকালেই মুক্তি পেয়েছেন প্রায় এক দশক ধরে কারাভোগ করা খোদরকোভস্কি।
বৃহস্পতিবার পুতিন আকস্মিকভাবে ‘যুকশ’ তেল কোম্পানির সাবেক এই প্রধানকে রাজবন্দী হিসেবে ক্ষমার ঘোষণা দেন।
প্রায় ১০ বছর আগে করফাঁকি ও চুরি করে বিরোধী দলগুলোকে অর্থায়নের অভিযোগে খোদরকোভস্কিকে কারাদণ্ড দেওয়া হয়।
সম্প্রতি মা অসুস্থ হয়ে পড়ায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন ধনকুবের খোদরকোভস্কি। অবশ্য, কখন তিনি এই ক্ষমা প্রার্থনা করেছেন এ ব্যাপারে কিছু জানাননি তার আইনজীবীরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রিন্সিপাল অব হিউম্যানিটি বা ‘মানবতার মূলনীতি’র ভিত্তিতে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ৩০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর