ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ

ঢাকা: পাকিস্তানে কোনো ধরনের ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছেন লাহোর হাইকোর্ট।

শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে দেশটিতে ভারতীয় ছবি মুক্তি না দিতে কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।



টিভি উপস্থাপক ও অভিনেতা মুবাশির লুকমানের দায়ের করা একটি অভিযোগের জবাবে এই আদেশ জারি করেন আদালত।

লাহোর হাইকোর্টের বিচারপতি খালিদ মাহমুদ খান তার আদেশে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া বন্ধ করবে সেন্সর বোর্ড।

মুবাশির লুকমানের সঙ্গে অভিযোগের শুনানিতে অংশ নেওয়া পাকিস্তান ফিল্ম ওয়ার্কাস এসোসিয়েশনের কর্মকর্তারা আদালতকে বলেন, দেশে ভারতীয় সিনেমার অবৈধ প্রদর্শনে মূল ভূমিকা পালন করছে সেন্সর বোর্ড।

সংস্থাটির কর্মীরা বলেন, আইন অনুযায়ী, ভারতে নির্মিত কোনো ছবিই পাকিস্তানে প্রদর্শিত হতে পারে না।

জানা গেছে, ভারতীয় সিনেমার প্রচারে নিষেধাজ্ঞা জারির সঙ্গে সঙ্গে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য সেন্সর বোর্ড ও কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন আদালত।

উল্লেখ্য, এর আগে মাত্রাতিরিক্ত ভারতীয় অনুষ্ঠান প্রচারের জন্য পাকিস্তানের ১০টি টেলিভিশন চ্যানেলকে অর্থদণ্ড দেন আদালত। এছাড়া, সম্প্রতি ভারতে নির্মিত অনুষ্ঠান প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয় পাকিস্তানে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।