ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় ‘নির্মমভাবে হামলার’ হুমকি উত্তরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
দ. কোরিয়ায় ‘নির্মমভাবে হামলার’ হুমকি উত্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

ঢাকা: দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের কাছে একটি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে উত্তর কোরিয়া। ওই ফ্যাক্স বার্তায় ‘নোটিশ না দিয়ে নির্মমভাবে হামলা’ চালানোর হুমকি দেওয়া হয়েছে।



দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সম্মান হানিকর প্ররোচনা চালালে হামলা চালিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার নিজের ফুপা জাং সং-তায়েককে বিশ্বাস ঘাতকতা ও অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ ফাঁসি দেওয়ার ঘটনার সমালোচনা করে দক্ষিণ কোরিয়া।

এছাড়াও এ সপ্তাহের প্রথম দিকে উত্তর কোরিয়ার সাবেক নেতা ও কিম জং-উনের বাবা কিম জং-ইলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা উত্তর কোরিয়ার নেতার কুশপুত্তল ও পতাকা পুড়েন। উত্তর কোরিয়ার যেকোনো অনুষ্ঠান বা বার্ষিকীতে দক্ষিণ কোরিয়ায় এমন বিক্ষোভের ঘটনা সাধারণ।

হুমকি পেয়ে বসে থাকেনি দক্ষিণ কোরিয়া। তারাও পাল্টা হুমকি দিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিউক বলেছেন, ‘তারবার্তা ও ফ্যাক্স বার্তার মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়েছে, উত্তর কোরিয়া প্ররোচনা চালালে আমরা শক্তহাতে তার জবাব দেবো। ’

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।