ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দাঙ্গা: ৫২ ভারতীয়কে দেশে ফেরত পাঠাতে শুরু করেছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৩, ডিসেম্বর ২১, ২০১৩
দাঙ্গা: ৫২ ভারতীয়কে দেশে ফেরত পাঠাতে শুরু করেছে সিঙ্গাপুর

ঢাকা: ৮ ডিসেম্বরের দাঙ্গায় জড়িত থাকায় ৫২ ভারতীয়কে দেশে ফেরত পাঠাতে শুরু করেছে সিঙ্গাপুর।

দেশটির ভারতীয় অধ্যুষিত লিটল ইন্ডিয়া এলাকায় এ দাঙ্গার ঘটনা ঘটে।

যা সিঙ্গাপুরে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে সহিংস ঘটনা।

ভারতের এক নাগরিকের মাধ্যমে ঘটা ভয়াবহ এক দুর্ঘটনার ফলে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাষ্ট্র গঠিত তদন্ত কমিটি ১৬ জনের সাক্ষাৎকার নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।

৫৩ ভারতীয়র বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সহিংসতার সময় পুলিশের নির্দেশ অমান্য করে তাদের কাজে বাধা দিয়েছে। এসময় তাদের সহিংসতায় কয়েকজন পুলিশ ও রাষ্ট্রীয় কর্মকর্তাসহ ৩৯ জন আহত হন। এছাড়া এসময় পুলিশ ও সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

তারা সিঙ্গাপুরের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি বলে বিবেচনা করা হচ্ছে। তাই ইমিগ্রেশন আইন অনুযায়ী সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাদের দেশ থেকে বিতাড়িত করছে। এছাড়া একজন বাংলাদেশিকেও ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, সোমবার সংশ্লিষ্ট আদালতে এ ঘটনায় অভিযুক্ত ২৮ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া দাঙ্গার সময় ঘটনাস্থলে থাকা দক্ষিণ এশিয়ার ২০০ জনকে সিঙ্গাপুরের আইন মেনে দেশটিতে থাকার ও কাজ করার অনুমতি দিয়েছে পুলিশ।    
  
উল্লেখ্য, ৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় বাস দুর্ঘটনায় সাকথিভেল কুমারাভালু (Sakthivel Kumaravalu) (৩৩) নামে এক ভারতীয় যুবক মারা যান। এ নিয়ে সিঙ্গাপুরে কর্মরত দক্ষিণ এশিয়ার প্রায় ৪০০ শ্রমিক দাঙ্গায় জড়িয়ে পড়ে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী কে. শানমুগাম (K Shanmugam) বলেন, ৫২ ভারতীয়সহ ৫৩ জনকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি যতোটা না প্রশাসনিক, তার চেয়ে বেশি বিচারিক। ইমিগ্রেশন আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।