ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বেনগাজি গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
লিবিয়ার বেনগাজি গোয়েন্দা প্রধান নিহত

ঢাকা: লিবিয়ার বেনগাজির গোয়েন্দা প্রধান দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার দেরনায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেনগাজি সামরিক গোয়েন্দার প্রধান কর্নেল ফেথাল্লাহ আল-গাজিরির ওপর গুলি করে হত্যা করেছেন অজ্ঞাত আততায়ীরা।

ভাতিজির বিয়েতে যোগদানের জন্য বাড়িতে যাওয়ার সময় আল-গাজিরির ওপর হামলা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সম্প্রতি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন আল-গাজিরি।

২০১১ সালে বিপ্লবে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর বেনগাজিতে নিরাপত্তা ‍বাহিনীর সদস্য ও বিদেশিদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে সন্ত্রাসীরা। বিচারক, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীরাও মাঝে মাঝে হামলার শিকার হন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।