ঢাকা: স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণঅভ্যুত্থানের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাইয়ের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
দেশটির সেনাসমর্থিত সরকারপক্ষের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ২০১১ সালে গণজাগরণের সময় উত্তর পূর্বাঞ্চলের নীল নদ তীরবর্তী বেহিরা প্রদেশের ওয়াদি আল নাতরুন কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই ও নিরাপত্তারক্ষীদের হত্যার ঘটনায় মোহাম্মদ মুরসিসহ ১৩২ জনকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই আসামিদের মধ্যে ফিলিস্তিনি সংগঠন হামাসের বেশ কিছু সদস্যও রয়েছেন।
সূত্র জানিয়েছে, এই মামলায় আসামির তালিকায় রয়েছেন কারাগার থেকে পালানো মুরসির দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও কাতারভিত্তিক প্রখ্যাত ধর্মযাজক ইউসুফ আল-কারাদাবিও। রয়েছেন লেবানিজ সামরিক সংগঠন হেজবুল্লাহর বেশ কয়েকজন নেতা-কর্মীও।
উল্লেখ্য, এক বছরের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যায় উস্কানিসহ বেশ কিছু মামলায় মুরসির বিচার চলছে।
২০১১ সালের ২৮ জানুয়ারি ওয়াদি আল নাতরুন কারাগারে হামলার পর ফিলিস্তিনি ও লেবানিজ বেশ কিছু সামরিক সংগঠনের যোদ্ধারা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর