ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় ১৮ সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
ইরাকে আত্মঘাতী হামলায় ১৮ সেনা কর্মকর্তা নিহত

ঢাকা: ইরাকের সুন্নি মুসলিম অধ্যুষিত আনবার প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর ৭ম ডিভিশনের কমান্ডার, ২৮তম ব্রিগেডের কমান্ডারসহ বেশ ক’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন।

হামলায় আরও অন্তত ৩২ সেনা সদস্য আহত হয়েছেন।

সন্ত্রাসী সংগঠন আল কায়েদাসংশ্লিষ্ট সুন্নি জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিতে সেনাবাহিনীর এতোজন শীর্ষস্থানীয় কর্মকর্তা কেন একত্রিত হয়েছেন এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে কিছু সূত্র মনে করছে, কর্মকর্তারা একটি পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা উদযাপন করার জন্য এসেছিলেন।

সেনাবাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজধানীর ৩৬০ কিলোমিটার পশ্চিমের রুতবা শহরের একটি অরক্ষিত বাড়িতে অবস্থান করার সময় এই কর্মকর্তাদের লক্ষ্য করে ৩ জন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় দোষীদের শাস্তি দিতে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।

তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।