ঢাকা: ইসরায়েল ও পশ্চিমাবিরোধী লেবাননের কট্টরপন্থি সামরিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে গোপনে ভালোবেসে যাচ্ছেন দেশটির জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাইরুজ! এই বিস্ফোরক তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা লস এঞ্জেলস টাইমস।
ফাইরুজেরই ছেলে গীতিকার ও সঙ্গীতশিল্পী জিয়াদ রাব্বানী সম্প্রতি হিজবুল্লাহসমর্থিত সংবাদ মাধ্যমকে ‘মায়াদীন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ আগ্রহ নিয়ে হাসান নাসরুল্লাহর প্রতি তার মায়ের ভালোবাসার কথা জানান।
জিয়াদ বলেন, যদিও সংঘাতের এই সময়ে মনে হবে ব্যাপারটি ঠিক নয়, কিন্তু যারা ফাইরুজ ও নাসরুল্লাহকে আক্রমণ করবে তারা ইসরায়েলকে রক্ষার জন্যই এ আক্রমণ করবে।
লেবাননের রাজধানী বৈরুতের উপশহর জোকাক আল-বালাত’র একটি অর্থোডক্স ক্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা ফাইরুজ আরব বিশ্বেরও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। স্থানীয় ও আঞ্চলিক রেডিও এবং টিভি চ্যানেলে তার গান ব্যাপক জনপ্রিয়।
তবে, ২০১০ সাল থেকে স্টেজে অনুপস্থিত ফাইরুজ এ ব্যাপারে নীরব থাকতেই চান বলে জানান ছেলে জিয়াদ।
‘দ্য ভয়েস অব লেবানন’ (লেবাননের কণ্ঠস্বর) ও ‘হার্প অব দ্য ওরিয়েন্ট’ (প্রাচ্যের বীণা) নামে খ্যাত ফাইরুজ ‘আই লাভড ইউ ইন উইন্টার, আই লাভড ইউ ইন সামার’সহ আরব-ইসরায়েল যুদ্ধে অনেক যুদ্ধবিরোধী গান গাওয়ার জন্য প্রসিদ্ধি লাভ করেন।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের নথিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লিখিত হিজবুল্লাহ লেবাননের রাজনীতি, অর্থনীতি ও সামরিক প্রবাহে যথেষ্ট প্রভাবশালী ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সামরিক প্রবাহেও বেশ প্রভাবশালী ভূমিকা রাখা সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন হাসান নাসরুল্লাহ।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর