ঢাকা: ব্রাজিলে অনুষ্ঠেয় আসন্ন ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা প্রায় এক হাজার ৪০ কোটি (৮০ হাজার ৯১২ কোটি টাকারও বেশি) মার্কিন ডলার খরচ করবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি দেশটির পর্যটন বিভাগ এই খবর জানিয়ে বলেছে, এতো বড় আয়োজনকে সফল করতে সরকারি তহবিল থেকে যে খরচ হচ্ছে, তার চেয়ে অনেক বেশি আয় হবে কেবল পর্যটন খাতেই।
পর্যটন বোর্ডের প্রেসিডেন্ট ফ্লাবিও দিনো এক বিবৃতিতে বলেন, ব্রাজিলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এই ফুটবল বিশ্বকাপ অগ্রণী ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহ নেই। পর্যটন খাতের উপার্জিত অর্থগুলো সংশ্লিষ্ট অঞ্চল ও বিভাগকেও সমৃদ্ধ করবে।
গত জুনে শেষ হওয়া ১৫ দিনের কনফেডারেশন কাপেও প্রায় ৩১ কোটি ১১ লাখ মার্কিন ডলার পর্যটন খাতে অর্জিত হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে ফুটবল লড়াইয়ের এ সর্বোচ্চ প্রতিযোগিতা। বিশ্ব ফুটবলের ৩২টি বাঘা বাঘা দলের লড়াই চলবে এই আসরে। রাজধানী ব্রাসিলিয়া, প্রখ্যাত শহর রিও ডি জেনেরিও, সাও পাওলো, সালভেদরসহ ১৮টি ভেন্যুতে এই ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা।
বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ভেন্যু সংশ্লিষ্ট শহর ও অঞ্চলগুলোতে পর্যটকদের অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাজিলের পর্যটন বিভাগ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর