ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোলিশ বিমান দুর্ঘটনায় তদন্ত

বিমানবাহিনী প্রধানের রক্তে অ্যালকোহল ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

মস্কো: রাশিয়ায় দুর্ঘটনার শিকার পোল্যান্ডের বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে অগ্রগতি হয়েছে। মস্কোর একদল কর্মকর্তা এর তদন্ত কাজ করছে ।



পোল্যান্ডের বিমানবাহিনীর প্রধানের রক্তে অ্যালকোহল সনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া দুর্ঘটনার সময় বিমানের ককপিটে বিমানবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। বুধবার তদন্তকারীরা এ তথ্য জানান।

পোলিশ প্রেসিডেন্টকে বহনকারী ওই বিমানটি রাশিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং পোল্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ মোট ৯৫ জন নিহত হন।  

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানবাহিনীর প্রধান জেনারেল অ্যান্ড্রেজ ব্লাসিক ককপিটে উপস্থিত ছিলেন। সেসময় ককপিটে তার উপস্থিতি পাইলটদের মানসিক চাপের মধ্যে ফেলে। ফলে খারাপ আবহাওয়া সত্ত্বেও তারা বিমানটি সঠিকভাবে অবতরণ করাতে ব্যর্থ হন।

মস্কোর বিমান চলাচল সংক্রান্ত কমিশনের প্রধান তাতিয়ানা অ্যানোদিনা বলেন, ‘বিমানবাহিনীর প্রধানের প্রতি লিটার রক্তে দশমিক ৬ গ্রাম অ্যালকোহল পাওয়া গেছে। প্যাথলজি পরীক্ষার মধ্য দিয়ে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। ’

তবে মস্কো ভিত্তিক এ তদন্তের ফলাফলকে ‘উপহাস’ বলে উল্লেখ করেছেন পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ও প্রয়াত লেখ কাকজিনস্কির যমজ ভাই জ্যারোস্ল কাকজিনস্কি।

এ বিষয়ে তিনি বুধবার সাংবাদিকদের বলেন, ‘এ তদন্ত প্রতিবেদন পোল্যান্ডকে উপহাস করেছে। রাশিয়ার হাতে এ তদন্তের দায়িত্ব ছেড়ে দেওয়ার ফলাফল এটি। ’

‘তদন্তের ফলাফলে একতরফাভাবে পোলিশ পাইলট ও পোল্যান্ডকে দোষারোপ করা হয়েছে। কিন্তু অনেক প্রশ্নের এখনও সুদুত্তর মেলেনি। ’

বাংলাদেশ সময়: ২০১৪ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।