ঢাকা: এবার বিশ্বের সর্বৃহৎ স্মার্টফোন বিক্রির বাজার চীনে আইফোন ছাড়ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে চীনের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর ‘চায়না মোবাইল’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা।
সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চুক্তি অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি থেকে চীনের মার্কেটগুলোতে অ্যাপলের আইফোন-৫এস ও আইফোন-৫সি পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষরের পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক বিবৃতিতে বলেন, চীন নিঃসন্দেহে অ্যাপলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার।
তিনি বলেন, ‘চায়না মোবাইল’র সঙ্গে আমাদের এই সহযোগিতামূলক চুক্তি বিশ্বের সবচেয়ে বৃহৎ নেটওয়ার্কভুক্ত গ্রাহকদের কাছে আমাদের আইফোন পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।
এ বছরের শুরুতেই কুক ঘোষণা করেছিলেন উত্তর আমেরিকার স্থলে চীনকেই অ্যাপলের সবচেয়ে বড় আয়ের উৎস বানাতে চান তিনি।
উল্লেখ্য, চায়না মোবাইলের প্রায় ৭৬ কোটি গ্রাহক রয়েছে এবং এ মাসের শুরুতে ফোরজি লাইসেন্স নেওয়ার জন্য বিশেষ পুরস্কার পায় মোবাইল অপারেটর কোম্পানিটি।
অনেক আগে থেকেই স্মার্টফোন বিক্রির সবচেয়ে বৃহৎ বাজার চীনে নিজেদের মার্কেট ধরার চেষ্টা করছিলো অ্যাপল। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে পেরে উঠছিলো না।
তবে শেষ পর্যন্ত স্বাক্ষরিত এই চুক্তি চীনে অ্যাপলের বাজার উন্মুক্ত করে দিলো।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর