ঢাকা: যুক্তরাষ্ট্রের আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ও লুজিয়ানা রাজ্যের বর্তমান গভর্নর সিনেটর ববি জিন্দাল।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সি-স্প্যান’কে দেওয়া এক সাক্ষাৎকারে লুজিয়ানা রাজ্যেরই জুনিয়র সিনেটর ও রিপাবলিকান পার্টির নেতা ডেভিড ভিটার এ কথা জানান।
তিনি বলেন, আমি মনে করি, তিনি (জিন্দাল) প্রার্থী হবেন। তিনি প্রার্থী হচ্ছেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হবেন।
ভিটার বলেন, আমি জিন্দালকে পছন্দ করি, আমি তার নেতৃত্বকে সম্মান করি, আমি তার সবগুলো রাজনৈতিক মূল্যাবোধের সঙ্গেই একমত। কিন্তু আমি কখনো চিন্তা করিনি, আমি ব্যক্তিগতভাবে কী করবো অথবা কী করবো না।
‘জিন্দাল প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এমনটি তিনি বিশ্বাস করেন কিনা- এমন প্রশ্নের জবাবে ভিটার বলেন, ‘অবশ্যই, এ বিষয়ে মনোযোগী সবাই এটা মনে করে। ’
লুজিয়ানার গভর্নর হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্বপালন ২০১৫ সালেই শেষ হচ্ছে জিন্দালের। তৃতীয় দফায় গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। এ হিসেবে ভিটারই পরবর্তী গভর্নর হিসেবে প্রার্থী হচ্ছেন বলে মনে করা হচ্ছে।
ভিটার জানান, আগামী জানুয়ারিতেই জিন্দালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দাল ১৯৭১ সালের ১০ জুন লুজিয়ানার রাজধানী বাতোন রাফে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর