ম্যানিলা: ফিলিপাইনে ভারি বর্ষণ ও ভূমিধসে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। একজন সরকারি কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও প্রাকৃতিক এ দুর্যোগে এখনও পর্যন্ত সাতজন নিখোঁজ আছেন ও আরও আটজন আহত হয়েছেন বলে সিনহুয়া জানায়।
উত্তরপূর্বাঞ্চলের মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হওয়া ভারী বষর্ণে এ পর্যন্ত প্রায় ২ কোটি ডলার সমমূল্যের ফসল এবং সম্পদের ক্ষতি হয়। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা পরিষদ (এনডিআরআরএমসি) সূত্রে এ তথ্য জানা যায়।
৩১ ডিসেম্বর শুরু হওয়া এ ভারী বর্ষণে কমপক্ষে ১২ লাখ মানুষ অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েন। এদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৫০ জনকে সারাদেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে এনডিআরআরএমসি জানায়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১