ঢাকা: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে মানসুরার নীল ডেল্টা শহরের ওই ভবনে পরপর দুটি বিস্ফোরণে ১৩০ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, আহতদের মধ্যে দাকাহলিয়ার নিরাপত্তা বিভাগ প্রধান রয়েছেন।
মেনার সংবাদে বলা হয়েছে, প্রথমে ভবনটির শেষ ফ্লোরে একটি বিস্ফোরণ ঘটে। এরপর ভবনের কাছে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন মিশরের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি। তিনি বলেছেন, চক্রান্তকারীরা শাস্তি এড়াতে পারবে না।
এ হামলার জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে প্রত্যক্ষভাবে দোষারোপ না করলেও আল বেবলাওয়ি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করলেও দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন।
তবে মানসুরার বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। এক টুইট বার্তায় হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে দলটি।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর