থিম্পু: ধূমপায়ীদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ তামাকের সন্ধান করবে ভুটানের পুলিশ। ধূমপানবিরোধী অভিযান জোরদার করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নামানো হবে। এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
ভুটানে ২০০৫ সালে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
চলতি বছরে ভুটানে পাস হয়েছে নতুন আইন। এ আইনের আওতায় পুলিশ বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ধূমপান ঠেকানোর চেষ্টা করবে।
নারকোটিক কন্ট্রোল এজেন্সির কর্মকর্তারা কাউকে ধূমপান করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে তামাক আমদানি করছে এমন সন্দেহ হলে বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি করতে পারবেন।
ভুটানে ধূমপায়ীদের মাসে ২০০ সিগারেট বা ১৫০ গ্রাম অন্যান্য তামাকজাত পণ্য আমদানির বৈধতা আছে।
বৌদ্ধ ধর্মালম্বীদের দেশ ভুটানে ধূমপানকে খারাপ অভ্যাস বলেই মনে করা হয়। কিন্তু প্রতিবেশী দেশ ভারত থেকে তামাক চোরাচালানের কারণে এ নিষেধাজ্ঞা তেমন কাজে আসছে না।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১