ঢাকা: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভারতের রাজনীতিতে নতুন মুখ অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিবিরোধী এ নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেই সরকারি বাংলো, নিরাপত্তা নিতে অনাগ্রহ দেখালেন।
মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যসচিব ডিএম সাপোলিয়া সরকারি সুবিধা নেওয়ার প্রস্তাব নিয়ে যান আম আদমি পার্টির (এএপি) নেতার কাছে। কিন্তু সাপোলিয়ার সেই প্রস্তাব হাসিমুখে ফেরত দেন কেজরিওয়াল।
সোমবার দিল্লি পুলিশকে চিঠি দিয়ে নিরাপত্তা নিতে অসম্মতি জানান কেজরিওয়াল। চিঠিতে তিনি বলেছেন, ‘আমার কোনো নিরাপত্তার প্রয়োজনে নেই। আমি কোনো রক্ষক চাই না, সৃষ্টিকর্তাই আমার সবচেয়ে বড় রক্ষক। তিনিই আমাকে রক্ষা করবেন। ’
ক্ষমতায় বসার আগ থেকেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন শুরু করলেন কেজরিওয়াল। তার নির্বাচনী প্রচারণার অন্যতম ছিল, দুর্নীতি রোধ করা, ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানো, মুনাফাখোর বিদ্যুৎ ও পানি ব্যবসায়ীদের ওপর নজরদারি বাড়ানো।
কথার সঙ্গে কাজের প্রমাণ দেখাতেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে এ আপত্তি দেখালেন ভারতের সাবেক এ সরকারি আমলা।
দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী অরবিন্দ কেজরিওয়ালের দলের সদস্য শুক্রবার দিল্লির বিধান সভার সদস্য হিসেবে শপথ নেবেন।
গান্ধীবাদী আন্না হাজারের সঙ্গে শুরু করা দুর্নীতিবিরোধী আন্দোলনের ময়দান রামলীলায় দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
* দিল্লি সরকার গঠনের ঘোষণা এএপির
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর