ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি কূটনীতিকদের বোঝাতে দফায় দফায় ব্রিফিং পররাষ্ট্রমন্ত্রীর

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
বিদেশি কূটনীতিকদের বোঝাতে দফায় দফায় ব্রিফিং পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়ে বিদেশিদের চাপ যখন প্রবল তখন নির্বাচনের আগে অবস্থান পরিষ্কার করতে তৎপর সরকার। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কর্ম ব্যস্ততা তারই প্রমাণ দিলো।


 
পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে কয়েক দফায় ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ব্রিফ করেছেন তিনি।

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দফার ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কোরিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকারও।

বিকেলে একই স্থানে দ্বিতীয় দফার ব্রিফিংয়ে অংশ নেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা। দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ ব্রিফিং।

দুই দফার ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। পাশাপাশি দেশব্যাপী জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়েও কূটনীতিকদের অবহিত করেন তিনি।

নির্বাচনের প্রাক্কালে অস্থিতিশীল পরিস্থিতিতে কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে সঙ্গে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন এএইচ এম মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা নস্যাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারের অঙ্গীকার কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে কূটনীতিকরা ধন্যবাদ জানান এবং কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান ও বারিধারায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদ অনুযায়ী বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি তাদের বাসস্থান, স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষায় সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ।

প্রায় দেড় ঘণ্টা ব্রিফিং শেষে অতিথি ভবন পদ্মা থেকে বেরোনোর সময় প্রথম দফার ব্রিফিংয়ে অংশ নেওয়া কূটনীতিকরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এদিকে ওআইসির রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, নির্বাচনপূর্ব গুরুত্বপূর্ণ এ সময়ে মুসলিম উম্মাহ বাংলাদেশের জনগণের পাশে আছে। বাংলাদেশে কূটনৈতিক ও বিদেশি সম্প্রদায়সহ দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সরকারের সর্বাত্মক উদ্যোগের প্রতি তারা সহমর্মিতা জানিয়েছেন।

দুই দফার ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামালসহ সংশ্লিষ্ট মহাপরিচালকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার আসিয়ানভুক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে দূতাবাস ও স্থাপনাগুলোর যথাযথ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি সার্ক  ও আসিয়ানের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রধানদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পদনা: খুররম জামান, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।